শেখ রাফসান মোংলা বাগেরহাট প্রতিনিধি।
সোমবার বিকেলে বনের ধানসিদ্ধির চর এলাকা হথেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে রাতে চাঁদপাই রেঞ্জ কাযার্লয়ে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সিওআর মামলায় জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করার কথা জানিয়েছে বনবিভাগ।
চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো: শাহিন কবির জানান, দুবলার চরের রাস মেলা উপলক্ষ্যে আটককৃতরা গত ৯ অক্টোবর বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে এবং পাস (অনুমতিপত্র) না নিয়েই অবৈধভাবে দুবলার চরে যায়। সেখান থেকে ১১ অক্টোবর বিকেলে ফেরার পথে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ৪টি ট্রলারও। আটক এ সকল ব্যক্তিদের বাড়ী মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বন কর্মকতার্ শাহিন কবির বলেন, যেহেতু তারা পাস না নিয়ে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ করেছে তাই তাদেরকে সিওআর মামলার আওতায় নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হবে।