সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মৃত্যু বাঘ উদ্ধার

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা টহলফাঁড়ির সদস্যরা সুন্দরবনের নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন ।

শনিবার ২৫ নভেম্বর বিকালের দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন বলে জানা যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক নদীতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

সম্পর্কিত