শেখ রাফসান মোংলা বাগেরহাট প্রতিনিধি।
গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখ আনুমানিক সময় রাত ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট দুবলা এর একটি টহল দল বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মাঝের-কেল্লা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন শিশু শ্রমিকসহ ০১ জন অপহরণকারীকে আটক করে।অপহরণকারীর নামঃ মোঃ নুরুল হক (লেদু মিয়া) (৩৬) পিতাঃ মৃত ফরিদ মিয়া গ্রামঃ কুচুরী থানাঃ বাশখালী জেলাঃ চট্টগ্রাম । উদ্ধারকৃত শিশুশ্রমিক (১)নামঃ মোঃ রেণু মিয়া , পিতাঃ মৃত নুরউদ্দিন মিয়া , গ্রাম সাগর ফেনা , থানাঃ বায়জিদপুর, জেলাঃ কিশোরগঞ্জ মোঃ মানিক হোসেন , পিতাঃ মৃত আক্কাস আলী, গ্রামঃ বালীয়া , থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাদপুর (৩) নামঃ মোঃ হৃদয় বয়সঃ২৮ পিতাঃ মৃত কিতাব আলী গ্রামঃ মোল্লাপাড়া, থানাঃ গফরগাঁও জেলাঃ ময়মনসিংহ (৪) নামঃ মোঃ টুটুল মিয়া বয়সঃ১৭ পিতাঃ মোঃ আব্দুল মোতালেব গ্রামঃ হলিমা থানাঃ হোসেনপুর জেলাঃ কিশোরগঞ্জ (৫) নামঃ মোঃ আক্তার বয়সঃ ১৩ পিতাঃ মোঃ মনির হোসেন গ্রামঃ শিববাড়ি থানাঃমংলাবাজার জেলাঃ হবিগঞ্জ (৬)নামঃ মোঃ আলআমিন বয়সঃ১৮ পিতাঃ মোঃ জসিম গ্রামঃ জালু মিয়ার বাড়ি থানাঃ সেনবাগ জেলাঃ নোয়াখালী (৭) নামঃ মো আমির হোসেন বয়সঃ ১৭ পিতাঃ মোঃ আব্দুল খালেক গ্রামঃ চিটাগাও থানাঃ কোতোয়ালী জেলাঃ চট্টগ্রাম (৮) নামঃ মোঃ রিমন বয়সঃ ১৭ পিতাঃ মোঃ মোখলেসুর রহমান গ্রামঃ বেড়–য়া থানাঃ তারাকান্দ জেলাঃ ময়মনসিংহ (৯) নামঃ মোঃ আরিফ বয়সঃ১৬ পিতাঃ আব্দূল মালেক গ্রামঃ লতিফপুর থানাঃ চন্দ্রগঞ্জ জেলাঃ নোয়াখালী (১০) নামঃ মোঃ পারভেজ বয়সঃ১৭ পিতাঃ কচির উদ্দিন গ্রামঃ শেখপাড়া থানাঃ কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়া । অপহরণকারীরা এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে বোটযোগে দুবলাচরের শুটকী পল্লী নিয়ে আসা হয় । গত ঘূর্ণিঝড় বুলবুল এর সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি অবগত করলে কোস্টগার্ড পরবর্তীতে উদ্ধারকাজ পরিচালনা করে। একজন আটক অপহরণকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত জেলেদের শরণখোলা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জন-নিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে শিশুশ্রম ও শ্রমদাস দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেছেন ।
আবদুষ্ফাহ আল মাহমুদ
লেঃ বিএনভিআর।