সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ মাহবুব আলম পি.পি.এম.।
যুবলীগ নেতা আজমের উপর হামলার ঘটনায় আজ ৪ মে শনিবার মোঃ আতাউর রহমান সরদার (৬০) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনারায় গ্রামের মোঃ আনছার আলী সরদারের ছেলে।
গত ২৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার ফলগাছা থেকে সুন্দরগঞ্জ আসার পথে সোনারায় বাজারে হামলার শিকার হন যুবলীগ নেতা আজম। আহত সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক।
স্বজনদের অভিযোগ, হামলাকারীরা আজমকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এছাড়া তার দুই পায়ের হাটুর নিচে জখমও হয়েছে। রাজনৈতিক দ্বন্দের কারণে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মাহাবুব আলম পি.পি.এম. জানান হামলার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।