সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

লালমনিরহাট থেকে ঢাকা রুটে চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান করে এলাকাবাসী ও যাত্রীগন।

শনিবার(১৫ জুন) বেলা ১১টায় স্থানীয় এলাকাবাসী ও যাত্রীগণ বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচীতে অংশ নেয়।
মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির সাথে সমর্থন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়ের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ প্রমূখ।এতে সুন্দরগঞ্জ উপজেলাসহ বামনডাঙ্গা, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা, পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগাছা উপজেলা বিভিন্ন স্তরের জনগণ ও যাত্রীগন সম্মিলিত ভাবে অংশ নেয়।

উল্লেখ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতির জন্য প্রথম দিন থেকেই বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে যাত্রীগণের গণ অবস্থান ও মানববন্ধন করা হয়েছিল।তখন মাননীয় সাংসদ সদস‍্য ও রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আশ্বাসে এ গণ অবস্থান কর্মসূচি থেকে সরে গিয়েছিলেন এলাকাবাসী ও যাত্রীগণ। কিন্তু দীর্ঘ তিন মাস পার হলেও এখন পর্যন্ত ট্রেনটি এ স্টেশনে যাত্রা বিরতি না পাওয়ায় আবারো সচেতন এলাকাবাসী ও যাত্রীগণ এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির ডাক দেন।

এসময় বক্তাগণ অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন।

সম্পর্কিত