রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিসিটিভির আওতায় উলিপুর

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্তর্ভুক্ত হলো সিসিটিভির আওতায়। যা নিয়ন্ত্রণ করা হবে উলিপুর থানা থেকে।

আজ ১৪ জুন ২০২৪, শুক্রবার দুপুরে সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা মহোদয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) পংকজ চন্দ্র রায়, পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম মর্তুজা সহ উলিপুর উপজেলা বণিক সমিতির সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।

উলিপুর উপজেলার বিভিন্ন ব্যবসায়িবৃন্দ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ মহোদয় বলেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চুরি,ছিনতাই রোধ ও যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিসিটিভি ক্যামেরা।

পুলিশ সুপার বলেন আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী পৌরসভা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি এবং তার সাথে আজকে যুক্ত হলো উলিপুর। পাশাপাশি অন্যান্য উপজেলাতেও কার্যক্রম চলমান আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় আনবো এবং যার নিয়ন্ত্রণ থাকবে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ সুপার এও বলেন ইতিমধ্যেই আমরা সিসিটিভি ক্যমেরার ফুটেজের মাধ্যমে কয়েকটি চুরি, অটোছিনতাই, সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। যা ভবিষ্যতেও আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত