আব্দুর রাজ্জাক শাওনঃসিলেট জকিগঞ্জ সড়কে সড়কের বাজার এর সামনে রাত আনুমানিক ১১টা দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ৩নং দিঘীরপার ইউনিয়নের মানিকপুর যাত্রী ছাউনির সামনে একটি বন্ধ ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আর দুইজন আহত হন।
মৃত্য ব্যক্তির নাম মাহবুব আহমদ,বয়স ২৫। তার বাড়ি কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের দলইর মাটি গ্রামের। স্থানীয় কয়েকজন জানিয়েছেন তারা দুর্ঘটানা দেখে এগিয়ে আসেন তাদের সাহায্য করার জন্য। আহত ২ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।