আব্দুর রাজ্জাক শাওনঃ
জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য বিআরটিসি বাস ও সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্য যাওয়া বাস দুইটি মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টা ২৫ মিনিটের দিকে সিলেট টু জকিগঞ্জ সড়কে দুইটি বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের পাশে বিআরটিসি বাসের সাথে অন্য একটি বাসের মুখোমুখি হয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন, কেউ নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
সূত্র জানায়, সকাল ৭টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জের উদ্দেশ্য অন্য একটি বাসের সাথে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন দুর্ঘটনা দেখে আহতের উদ্ধার করে হাসপাতালে পেরণ করেন।