সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট টু জকিগঞ্জ সড়কে দুইটি বাসে মুখোমুখি  সংঘর্ষ

আব্দুর রাজ্জাক শাওনঃ

জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য বিআরটিসি বাস ও সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্য যাওয়া বাস দুইটি মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টা ২৫ মিনিটের দিকে সিলেট টু জকিগঞ্জ সড়কে দুইটি বাসে মুখোমুখি  সংঘর্ষ হয়। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের পাশে বিআরটিসি বাসের সাথে অন্য একটি বাসের মুখোমুখি হয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন, কেউ নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

সূত্র জানায়, সকাল ৭টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস ও সিলেট  থেকে ছেড়ে আসা জকিগঞ্জের উদ্দেশ্য অন্য একটি বাসের সাথে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন দুর্ঘটনা দেখে আহতের উদ্ধার করে হাসপাতালে পেরণ করেন।

সম্পর্কিত