সোহেল চৌহালী সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। মমিন মন্ডল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তার পিতা মন্ডল গ্রুপের চেয়ারম্যান প্রয়াত আব্দুল মজিদ মন্ডল নৌকা প্রতিকে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। সব মিলে পিতা-পুত্র তৃতীয় বারের মত নৌকা প্রতীক পেয়েছেন। এখবরে তার অনুসারী সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বইছে।
দেশ সেরা শিল্পোদ্যক্তা আব্দুল মমিন মন্ডল ২০১৭ সালে এনায়েতপুর থানা সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পান। তিনি বর্তমানে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে কাজ করে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ১৯৮০ সালে রুপনাই উত্তরপাড়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে তার জন্ম। মমিন মন্ডলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। দুই মেয়ে সামিহা ও মেহজাবিন এবং একমাত্র ছেলে মানছেব ওয়াজির মন্ডল।
৫ বারের সিআইপি আব্দুল মমিন মন্ডল দেশের সেরা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের সিইও। গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, আর্মি গলফ ক্লাব ও কুর্মিটোলা গলফ ক্লাবের সম্মানিত সদস্য। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সেবা মুলক সংগঠনের পৃষ্ঠপোষক। নির্বাচনী এলাকায় সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে করে যাচ্ছেন সেবাকর্ম।
সফল ব্যবসায়ী আব্দুল মমিন মন্ডল রাজনৈতিক অঙ্গনেও সফল। তার হাত ধরে বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরে বহু উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি মনোনয়ন পেয়েছেন। এ ঘোষনার পর থেকে এলাকায় মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
এদিকে সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার সিনিয়র নেতারা বলেন, মন্ডল পরিবারে প্রতি জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে আবারও আব্দুল মমিন মন্ডলকে বিজয়ী করা হবে।