সিরাজগঞ্জ প্রতিনিধি
এ এস এম নয়ন খাঁন:
২৯.০৩.২০২০ইং
সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ব্যাক্তিগত তহবিল থেকে নিজ উদ্দ্যোগে তার নির্বাচনী এলাকায় দুই হাজার খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি ৭ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।তিনি জানিয়েছেন, নিজ উদ্দ্যোগে তার নির্বাচনী তাড়াশ-রায়গঞ্জ এলাকায় লক ডাউন চলাবস্থায় ৭ দিন পর পর খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা রাখবেন । এ প্রসঙ্গে আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে তার ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। ৭ দিনের খাদ্য তালিকায় রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মসুরের ডাল, ৫০০ মিলি লিটার ভোজ্য তেল।