মার্চ ৩১, ২০২৩ ১২:২১ বিকাল



সিরাজগঞ্জ সদরে ভেজাল গুড় কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদরে ভেজাল গুড় কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষণবয়ড়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উক্ত কারখানাকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় দিয়ে গুড় তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় জব্দ করে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় গুড় শ্রমিকদের দ্বারা বড় ট্রেতে চিনি, ময়দা, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় একত্রে চুলায় জাল দিয়ে গুড় তৈরি দেখতে পান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে চিনি, ময়দা, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড় দিয়ে গুড় তৈরির অপরাধে কারখানার মালিক হায়দার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় জব্দ করে ধবংস করেন ভ্রাম্যমাণ আদালত।

উক্ত অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান, পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।



Comments are closed.

      আরও নিউজ