তারিকুল আলম, স্টাফ রিপোর্টঃমঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এ পদযাত্রা শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।জেলার শিক্ষক, চিকিৎসক, ছাত্র-জনতা, রাইফেল ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএমএফ, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ সিরাজগঞ্জ বাসীর ব্যানারে এ পদযাত্রার আয়োজন করেন।
এ পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আগামী সাত দিনের মধ্যে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর জোর দাবি জানিয়ে বলেন, জেলা শহর থেকে ঢাকায় ছেড়ে যাওয়া ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামের ট্রেনটি গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের এক মাস পেরিয়ে গেলেও ট্রেনটি চালু হয়নি। এতে সিরাজগঞ্জের ব্যবসায়ী ও চাকুরিজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে এ সিরাজগঞ্জে। যে বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করলো। সেই স্বাধীন দেশে আর কোন বৈষম্য থাকতে পারে না। এ জন্য তিনি আগামী সাত দিনের মধ্যে ট্রেন চালুর দাবি জানান। এ দাবি মানা না হলে সিরাজগঞ্জের ওপর দিয়ে চলা ১৬ জেলার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জাসাসের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন রানা, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হাসান মন্ডল, জেলা বাসদের নেতা নব কুমার, জেলা ছাত্রদলের সভাপতি উপস্থিত ছিলেন।