নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরে একটি সাহিত্য-সংস্কৃতি সংগঠন “প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র“ আত্মপ্রকাশ করেছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিএ কলেজ রোড়স্হ পাবলিক লাইব্রেরী’র হল রুমে অনাড়ম্বর এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে, এক ঝাক উদীয়মান তরুণ-তরুণীদের আবৃত্তি, সংগীত পরিবেশন, মোমবাতি প্রজ্জ্বলন ও আগত অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ যাত্রা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আবৃত্তিকার শিল্পী ও উপস্হাপিকা তাহমিনা হোসেন কলি। অনুষ্ঠানের, উদ্বোধক ছিলেন, তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক, সিরাজগঞ্জ শাখা’র এজিএম আবু সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অধ্যাপক করুণা রাণী সাহা, নাট্য ব্যক্তিত্ব আনু ইসলাম, বাংলাদেশ গ্রুুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য, টিভি নাট্য অভিনেতা মমিন বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এ্যাডঃ কামরুল ইসলাম, সন্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদের সদস্য, মাহবুব-এ-খোদা টুটুল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কবি খ,ম, আক্তার হোসেন, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, শেকড় এর সভাপতি নাছিমা পারভীন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ক্ষুদে আবৃত্তিকার কাব্যিক, রজনী, মাইশা, ঋষা, শাকিল, মৌ, অংকন, ফরিদুল ইসলাম সোহাগ, তাহমিনা হোসেন কলি, মামুন প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য শিল্পী পাপুর নেতৃত্বে কবিতার সাথে অসাধারণ কোরিওগ্রাফ করেন নৃত্য শিল্পীরা। সবশেষে বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী ও শাহিনুজ্জামান শাহীন সংগীত পরিবেশন করেন। হলভর্তি দর্শক চমৎকার এই অনুষ্ঠান উপভোগ করেন।