নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ (আকুব্বরের) নামক শ্রমিক এর মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ । রোববার (১৯ নভেম্বর) ১২ টার দিক চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় নৌ পুলিশ আকুব্বরের মৃতদেহটি উদ্ধার করে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বেড়িবাঁধে কাজ করার সময় দুইটি টলার সংঘর্ষে আকুব্বর নদীতে পড়ে নিখোঁজ হন।
মৃত আকুব্বর কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ ইউনিয়নের মহহুম কাছেদ আলীর ছেলে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির (ওসি) সামছুল ইসলাম নিউজ বিজ্ঞপ্তিতে বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর নদীতে ভেসে ওঠা নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।