আরাফাত (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ নভেম্বর বুধবার সন্ধ্যার পর নিজবাড়িতে প্রতিপক্ষ পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম কুাড়ানের লোকজন তাকে কুপিয়ে আহত করে বলে মেয়রের লোকজন অভিযোগ করেছেন। অন্যদিকে, কুরানের স্বজনরা বলছেন, সাবেক মেয়র নিজাম উদ্দিনের লোকজন এর আগে শফিকুল ইসলাম কুড়ান আলীকে মারপিট করেছে। তাকেও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজিপুর পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিনের ভগ্নিপতি হবি শেখ কাজিপুর পৌর সভার প্যানেল মেয়র কুাড়ান আলীকে মারপিট করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে বগুড়া একটি হাসপাতালে নেওয়া হয়। মারপিটের সংবাদ পেয়ে কুাড়ানের লোকজন উত্তেজিত হয়ে হবিকে মারপিট করতে যায়। কিন্তু তাকে না পেয়ে সাবেক মেয়র নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মূল অভিযুক্ত হবিসহ অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।