মার্চ ২৪, ২০২৩ ১২:১০ সকাল



সিরাজগঞ্জে বিনামূল্যে মাকস , হ‍্যান্ড সেনিটারাইজ ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃএ এস এম নয়ন খান,

সিরাজগঞ্জে সুখ পাখি নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে মাকস , হ্যান্ড স‍্যনিটারাইজ ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ । যতটুকু সম্ভব নিজেকে নিরাপত্তার মধ্যে রেখে সিরাজগঞ্জ সদরের পুঠিয়াবাড়ী, কাটাওয়াবদা গ্রামের মানুষদের সচেতনার জন্য লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটারিজ বিতরন করেন, সুখ পাখির স্বেচ্ছাসেবকরা ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব জাহিদ হোসেন রজব সাক্ষাৎকার এ বলেন আগামী ৩০/৩/২০ইং তারিখে প্রায় ২০০ জন দিন মজুর কে চাল,ডাল , তেল, আলু বিতরনের পরিকল্পনা আছে।



Comments are closed.

      আরও নিউজ