মার্চ ৩১, ২০২৩ ১২:২৪ বিকাল



সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত হয়েছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকায় এ দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড়ে উঠার সময় বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দু’টি যানবাহনের মাঝে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত হয়েছেন।

এছাড়া দু’তিনজন যাত্রী আহত হন। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরো বলেন, পুলিশ যানবাহন দু’টি আটক করলেও চালক-হেলপাররা পালিয়েছে। দুর্ঘটনার কারনে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।



Comments are closed.

      আরও নিউজ