শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম

নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী গ্রামের খামারি খয়বার হোসেনে বাড়িতে বাছুরটির জন্ম হয়।অস্বাভাবিক বাছুরটি দেখতে ওই বাড়িতে লোকজন ভিড় করছেন।খামারি খয়বার হোসেন বলেন, প্রজননের জন্য ইনজেকশন দিলে গাভীটি গর্ভধারণ করে। আট মাস ২৩ দিন পর গাভীটি এই বকনা বাছুর প্রসব করে। বাছুরটি নড়াচড়া করছে।“জন্মের পর থেকে সে প্রায় দেড় কেজি শাল দুধ খেয়েছে। বাছুরটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও দুই মাথার ভারের কারণে দাঁড়াতে পারছে না।”তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) মো. ওয়ালি উল্লাহ বলেন, প্রজননগত ও হরমোনজনিত কারণে এ রকম বাছুর প্রসব হতে পারে।তবে এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না বলেও জানালেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত