রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

সিরাজগঞ্জে এবার জলপাইয়ের বাম্পার ফলন। 

আরাফাত,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে এবার মৌসুমী ফল  জলপাই এর বাম্পার ফলন হয়েছে। 

জেলার বিভিন্ন হাটে বাজারে ভালো দামে বিক্রি করতে পেরে খুশি চাষীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জেলার বিভিন্ন স্থানে  নয়টি উপজেলায় বাগান বাড়ি আঙ্গিনায় জলপাই চাষ হয়েছে। করে কাজীপুর, রায়গন্জ, উল্লাপাড়া ও সদর উপজেলায় চাষ আবাদ বেশি হয়।এছাড়াও সদর উপজেলায় বাগবাটি ও খোকসা বাড়ি ও চরাঞ্চলে  বেশি বেশি চাষ করা হয়। 

অপরদিকে সিরাজগঞ্জের জলপাইয়ের গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা রয়েছো বিপুল। প্রতিবছরের ন্যায় এইবারও পাইকারি ব্যবসায়ীরা মৌসুম এর শুরু থেকেই সংগ্রহ করে জলপাই।  স্থানীয় ব্যবসায়ীরা বলেন অধিকাংশ পাইকার মৌসুম শুরু হওয়ার আগেই জলপাই বাগান কিনে রাখেন। 

এতে লাভবান হচ্ছে কৃষকরা। স্থানীয় ব্যবসায়ীরা আরো বলেন এই জেলার বিভিন্ন হাটবাজারে ওঠা জলপাই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবাহ  হচ্ছে।

সম্পর্কিত