সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ আল আমিন সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু শাহীন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার ২৮ নভেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু শাহিন মৌগ্রাম উত্তর পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সেচ মটর দিয়ে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত