সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

সিংড়ায় পরোকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পরোকিয়ার জেরে লিপি খাতুন(৩৪) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু লিপি খাতুন মহিষমারী বেলতোলা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ও দুই সন্তানের মা। তার স্বামী গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পল্লিবিদ্যুতে চাকুরী করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।

স্থানীয়রা জানায়, চাকুরীর কাজে স্বামী বাহিরে থাকায় এক যুবকের সাথে পরোকিয়ায় আসক্ত ছিল লিপি খাতুন। এরই জেরে শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতের খাবার শেষে সন্তানরা ঘুমিয়ে পড়লে সবার অগোচরে রবিবার ভোর রাতে নিজ ঘরের সিলিং এর সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানীয়রা। নিহত লিপি খাতুনের স্বামী গোলাম মোস্তফা জানান, ফোনে এক যুবকের সাথে পরোকিয়ায় আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমার স্ত্রী লিপি খাতুন।

সম্পর্কিত