রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সাহস সবসময় গর্জন করে না, দিনশেষে বলে আগামীকাল চেষ্টা করব: মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা

খেলা ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্দেশে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বলেছেন, সাহস সবসময় গর্জন করে না। শুধু দিনশেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব।

আগামী মাসের ২ তারিখ হতে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে এবং তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যুক্তরাষ্ট্রের উদ্দেশে বুধবার (১৫ মে) দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা বলেন নড়াইল এক্সপ্রেস।

জাতীয় দল থেকে ২০২০ সালে সব ফরম্যাট থেকে অবসর নিলেও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে এই কিংবদন্তি সাবেক অধিনায়কের। তাই দলের সুসময়ে যেমন প্রশংসায় ভাসান তিনি দলকে, তেমনি দুঃসময়েও অভিভাবকের মতো পাশে থেকে অনুপ্রেরণা জোগান নতুন উদ্যমে সামনে এগিয়ে চলার।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সে কারণেই আগেভাগে দেশ ছেড়েছে টিম টাইগার্স।

এ উপলক্ষেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না। শুধু দিনশেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। “Go and kill it champs!” সবসময় শুভ কামনা আমার প্রাণের দেশ, প্রাণের দল বাংলাদেশের প্রতি!’

প্রসঙ্গত, ২ জুন থেকে বিশ্বকাপ মহারণ শুরু হলেও, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ জুন বাংলাদেশ দল লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

উবস/আরএ

সম্পর্কিত