সিরাজগঞ্জ প্রতিনিধি
এ এস এম নয়ন খান
৩০.০৩.২০২০ ইং
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে যানচলাচল বন্ধ হলেও সিরাজগঞ্জের কড্ডার মোরে দেখা যাচ্ছে ঢাকা থেকে মানুষের গ্ৰামের বাড়িতে আসার ঢল । এ যেনো এক মহা উৎসবের ছুটি পেয়েছে তারা। যাত্রী পরিবহন বাসের দেখা না মিললেও মিলছে পন্য পরিবহণ এর বিভিন্ন ধরনের গাড়ি আর তাতে দেখতে পাচ্ছি শুধু পন্য নয় পন্যর চেয়ে বেশি পরিবহন হচ্ছে যাত্রী। অথচ এলাকাবাসী জানায় ঢাকায় থেকে যারা গ্ৰামে এসে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তারাই গ্ৰামের মানুষদের জন্য এক আতঙ্ক।
আর ঢাকা থেকে যারা আসতেছেন তারা জানায় দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে মারা গেলেও পরিবারের সঙ্গে একসাথে মরতে চাই।