জুন ৭, ২০২৩ ৩:০২ সকাল



সারাদেশের ন্যায় ফুলছড়িতে ও পাঠ্যবই উৎসবের উদ্বোধন হয়েছে

 

রিপন মিয়া,ফুলছড়ি প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাতে ও সারাদেশের ন্যায় পাঠ্যবই উৎসব পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ.এম মাহবুবুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম আজহারুল ইসলাম, এস. এম কামরুজ্জামান, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন কদ্দুছ প্রমুখ।

অপরদিকে মাধ্যমিক পর্যায়ে উপজেলার ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ.এম মাহবুবুল আলম, প্রধান শিক্ষক রওশন আরা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শাপলা কিন্ডারগার্টেনে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন কদ্দুছ, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। একই দিন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে বই বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন।



Comments are closed.

      আরও নিউজ