জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ জাতীয় সমবায় দিবস। কুড়িগ্রামে নানা আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। এ উপলক্ষে কুড়িগ্রামে শনিবার বেলা ১১টার দিকে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর টাউন হল চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়, পরে আলোচনা সভা হয়।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, কুড়িগ্রামের মেয়র আব্দুল জলিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন সমবায়
সমিতির সদস্যগন।