সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সামাজিক দুরত্ব না মেনে আড্ডা, অকারণে বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৮ জনকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, রোববার (০৫ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত এসব ভ্রাম্যমান আদালতে ৩৮ মামলায় ৩৮ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, অকারণে বাইরে ঘোরাফেরা না করা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।