নিউজ ডেস্কঃটঙ্গী বিশ্বইজতেমার ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলাকারী ও খুনি সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীর উলামা মাশায়েখ,তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে মুসল্লীরা রাজবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে আজাদী ময়দানে সমবেত হয়। এখানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও কওমী মাদরাসা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা ইমাম কমিটির সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসী, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুম্মনির, মওলানা আইয়ুব আনসারী, মওলানা মাহবুবুর রহমান, ক্বারী আবু ইউসুফ, মওলানা আবু তাহের, মওলানা আব্দুল গাফফার, মওলানা হারুন, মাওলানা ইয়াছিন সুলতান প্রমুখ বক্তৃতা করেন। প্রতিবাদ সভা শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজবাড়ীর সকল সমজিদে সাদপন্থীদের কোন কার্যক্রম পরিচালনা যাতে না করতে পার তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।