আমিনুর রহমান, সাটুরিয়া প্রতিনিধিঃ মানিকগঞ্জনক্ষত্রের মতো আলো ছরিয়ে চলছে যুগান্তর- প্রধান অতিথি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম মোল্লা বলেন উজ্জল নক্ষত্রের মতো যুগ যুগ ধরে আলো ছরিয়ে চলছে দেশ বরেন্য পত্রিকা দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম সাহেবের রুহের মাগফেরাত করে পত্রিকাটির সাফল্য কামনা করেন।
ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে কেক কেটে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠান পালিত হয়েছে।
অনুষ্ঠানে যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকারের সভাপতিত্বে সাধারন সম্পাদক ওয়াশিম আকরাম রাজার সঞ্জালনায় বক্তব্য রাখেন, সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন চেয়ারম্যান মো.শাহ আলম বাবু, জাতীয় পার্টি নেতা মো.যুবায়ের হোসেন ভুইয়া, মো.সুলতান, যুবলীগ নেতা আ.খালেক, সাংবাদিক সাইফুল ইসলাম, মো.ফারুক হোসেন, মোঃ আমিনুর রহমান, মো.সুমন হোসেন, মো.আলাল সবুজ, আমিনুর রহমান প্রমুখ।
এ সময় সাবেক মন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান এ্যাড.সালামা ইসলামসহ দৈনিক যুগান্তর পত্রিকা ও পরিবারের সাফল্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।