শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সাজাপ্রাপ্ত পলাতক আসামী  র‍্যাব এর হাতে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃকুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল’কে ৪২ বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ী জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার ১লা মার্চ গভীরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানাধীন নারুয়া খেয়াঘাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ মন্টু মন্ডল (৬০)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মন্ডল ওরফে কিতাব আলী মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যমানের ৪২ বোতল ফেনসিডিল ও তার বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল এবং একটি মোবাইল জব্দ করা হয়।

এবিষয়ে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার ” কে.এম শাইখ আক্তার” এক প্রেস নোটের মাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছেন। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল এবং একই সাথে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি। আসামীর বিরুদ্ধে পূর্ববর্তী আরো ৬টি মাদক মামলা ছিল। পরে

গ্রেফতারকৃত আসামীকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত