রিপন মিয়া,ফুলছড়ি প্রতিনিধিঃ
“ফরমালিন যুক্ত মাছ স্বাস্থের জন্য ক্ষতিকর ” এই প্রতিপাদ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার বোনারপাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে।
আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করেন প্রধান অতিথি ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা মৎস্য অফিসার আব্দুদ দাইয়ান ,উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, ভুমি কর্মকর্তা শাকিল আহম্মেদ, আ’লীগ সভাপতি নাজমুল হুদা দুদু,ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার প্রমূখ।