রিপনমিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কৃতী সন্তান করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ চিকিৎসক, নার্সদের জন্য দেশে পর্যাপ্ত পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) না থাকায় ঝুঁকি আরো বেড়েছে।সংকটে কিছুটা সহযোগিতা করতে ৩,০০০ হাজার পিপিই তৈরি করছেন দেশের প্রথম সারির ফ্যাশন হাউস স্মার্টেক্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) ডাঃ মারিয়াম জামান।
তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এর সহধর্মিণী।করোনা ভাইরাস আতঙ্কে সারাবিশ্ব।প্রাণঘাতী এ ভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও।প্রাণঘাতী এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের একদিকে যেমন মৃত্যুর ঝুঁকি রয়েছে,তেমনি তাদের চিকিৎসার কাজে নিয়োজিত চিকিৎসক,নার্স ও অন্যদের প্রয়োজন পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই)।তাই সংশ্লিষ্টদের সহযোগিতায় পিপিই তৈরি করছেন তিনি।এ প্রসঙ্গে ডাঃ মারিয়াম জামান বলেন, প্রাথমিকভাবে আমরা তিন হাজার পিপিই তৈরি করার উদ্যোগ নিয়েছি।এরই মধ্যে দুই হাজার ৪০০ পিপিই প্রোডাকশনে আছে,যা স্মার্টেক্সের মহাখালীর নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে।আর এটা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।
তিনি বলেন,পিপিই তৈরি করার পর ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।এরই মধ্যে অনেকই যোগাযোগ করে তারা নিয়ে গেছেন।আবার যারা দূরে আছেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি।এরই মধ্যে আমরা প্রায় এক হাজারের মতো পিপিই বিলি করেছি সংশ্লিষ্টদের কাছে।আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়েই আমি এ উদ্যোগ নিয়েছি।এই দুঃসময়ে মানবসেবায় দেশের সচ্ছল নাগরিকদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।