মার্চ ৩১, ২০২৩ ১:০২ বিকাল



সাংবাদিক/রিপোর্টার নিয়োগ চলছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল “ উত্তরবঙ্গের সংবাদ ডট কম”পত্রিকায় সারাদেশের বিভিন্ন জেলা,উপজেলা,বিশ্ববিদ্যাল,কলেজ এবং বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় (পুরুষ/মহিলা) প্রতিনিধি/রিপোর্টার নিয়োগ চলতেছে।

আপনার একটি লেখা পাল্টে দিতে পারে দেশ ও সমাজের অনেক কিছু। আপনার এলাকার উন্নয়ন,সমস্যা কিংবা সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের টিমে। সাংবাদিকতায় আসতে পারেন আপনিও।

শিক্ষাগত যোগ্যতাঃ
সর্বনিম্ন এইচএসসি।
(তবে তরুণ,নতুনদের প্রশিক্ষণ দেয়া হবে)।

শর্তাবলিঃ
১. কর্মরত স্থায়ী এলাকায় বাসিন্দা হতে হবে।
২. নিজের স্মার্ট ফোন থাকতে হবে।
৩. অন্যের নিউজ কপি করে পাঠানো যাবে না।
৪. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীন বিরোধী কোন নিউজ করা যাবে না।
৫. সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন বা চাঁদাবাজি করা যাবে না।

উপরোক্ত গুণগুলো থাকলে এবং তথ্য-প্রযুক্তি সম্পর্কিত ধারণা থাকলে আপনিও কাজ করতে পারবেন আমাদের সাথে।সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে নিচের দেওয়া নির্ধারিত ইমেইলে সিভি এবং পাসপোর্ট ছবি দিতে হবে।

সুযোগ সুবিধাঃ
১.সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা যথাসম্ভব এগিয়ে আসবে।
২.পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩.বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
৪.সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড),ফিতা,নিয়োগপত্র প্রদান করা হবে।
৫. পত্রিকার লোগোসহ একটি টি-শার্ট দেওয়া হবে
৬.পত্রিকার প্যাড,কলম,মোবাইল, ক্যামেরা ও মোটরসাইকেলের স্টিকার প্রদান করা হবে।
৭.কাজের ওপর বার্ষিক সম্মানী প্রদান করা হবে।

ই-মেইলঃ
uttarbonggersongbad@gmail.com
বিস্তারিত জানতে কল করুন।
মোবাইলঃ ০১৮৬৭৮৬৫০৯৫

ধন্যবাদন্তে
মোঃ তাজুল ইসলাম তাজ
প্রকাশক
উত্তরবঙ্গের সংবাদ ডট কম



Comments are closed.

      আরও নিউজ