মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলায় মরহুম আব্দুল রাজ্জাক এর ছেলে, জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ সফিউল আলম ও আকতারা পারভিন দম্পতির কনিষ্ঠ পুত্র আহনাফ শাকিল এর আজ শুভ জন্মদিন।২০২১ সালের নভেম্বরে মাসের ২৫ তারিখে সফিউল আলম ও আকতারা পারভিন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আহনাফ শাকিল । আহনাফ শাকিল এর আজ সকালে প্রথমে আকিদা সম্পন্ন ও সন্ধ্যা সাতটার দিকে দোয়া ও মাহফিল এবং জন্নাদিন এর কেক কেটে দ্বিতীয় বার্ষিকী আয়োজন করা হয়। আহনাফ শাকিল এর শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ সুধীজন।
আহনাফ শাকিল এর আকিদা ও শুভ জন্মদিনে সকলের নিকট দোয়া কামনা করেছে, তার বাবা ও মা , নানা-নানী, চাচা-চাচী, মামা-মামী ও আহনাফ এর ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ