শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিল এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষে বিগত কমিটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।শুক্রবার ৮ মার্চ সকালে রহনপুরস্হ উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিগত ও বর্তমান কমিটির সভাপতি আসাদুল্লাহ আহমদ।সন্চালনায় ছিলেন বিগত কমিটি ও বর্তমান কমিটির সহ সভাপতি আবদুর রহমান মানিক।বক্তব্য রাখেন,বিগত কমিটির সহ সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাকিল রেজা। উপস্থিত ছিলেন বিগত কমিটির সহ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি রুবেল আহমেদ,বিগত কমিটি ও বর্তমান কমিটির সহ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সামাদ,ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি,সদস্য সারওয়ার জাহান সুমন ও ইসমাইল হক প্রমুখ।অনুষ্ঠানে বিগত কমিটি কতৃক হিসাব বিবরণী সহ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।পরে নতুন কমিটি আগামীতে সঠিক দায়িত্ব পালন করতে শপথবাক্য পাঠ করেন এবং দোয়া করেন। পরিশেষে সকলের সহযোগিতা কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত