নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর গ্রামে মাটির দেয়াল ধ্বসে নাজমুল (৭) নামের এক শিশু মারা যায়। নাজমুল এই গ্রামের সবুজ আলীর ছেলে।
নাজমুলের বাবা সবুজ আলী জানান, তার বাড়ির মাটির দেয়ালের একটি ঘর ভাঙ্গার কাজ চলছিল। ওই সময় তার শিশুপুত্র নাজমুল ওই ঘরের মেঝেতে বসে ভাত খাবার সময় হঠাৎ করে পাশের একটি মাটির দেয়াল তার উপরে ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম তাইজুল হুদা দেয়াল চাপা পড়ে নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।