সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সরকারিভাবে যোগদান  এম এম সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রতিক্ষার পর সরকারি ভাবে যোগদান করলো ধামইরহাট এম এম সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীগণ।আজ শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে কবি এস এস আব্দুর রউফ ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদান করেন। এরই সাথে সকল শিক্ষক কর্মচারীর প্রজ্ঞাপনও সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।
ধামইরহাট সরকারি এম এম কলেজ ২০১৮ সালে জাতীয়করণ ঘোষিত হলেও আত্নীকরণের অপেক্ষা ছিল অদ্যাবধি। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষকদের অপেক্ষার অবসান ঘটলো। আগামীকাল ধামইরহাট এম এম কলেজে প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক কর্মচারীগণ পূনাঙ্গ সরকারী ভাবে যোগদান করবেন। দীর্ঘ অপেক্ষার পর সরকারি করণের সকলধাপ অতিক্রম ও মহামান্য রাষ্ট্রপতির আদেশপ্রাপ্ত হয়ে যোগদান শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবেক হুইপ শহীদুজ্জামান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত