রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

সমাবেশের আগের দিন বুড়িগঙ্গায় নৌকা চলাচল বন্ধ 

নিউজ ডেস্কঃ

একতরফাভাবে সরকার পতনের দাবিতে আগামীকাল (২৮ অক্টোবর) ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশের একদিন আগে পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা ব্রিজ পর্যন্ত বুড়িগঙ্গা নদী পারাপারের নৌকা ঘাট বন্ধ করে দেওয়া হয়। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকায় এ চিত্র দেখা যায়।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা ব্রিজ পর্যন্ত বুড়িগঙ্গা ক্রসিংয়ে নৌকা ঘাট বন্ধ হয়ে যায়। তবে কয়েকটি ঘাটে সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সেগুলোও সন্ধ্যা ৬টায় থামে।

সম্পর্কিত