বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সমসপাড়া ব্রিজের ডিওতে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

মো:মেহেদী হাসান (আত্রাই উপজেলা প্রতিনিধি): নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া ব্রিজের ডিও তে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাইজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ মে) এলজিইডির চীফ ইঞ্জিনিয়ারকে তা হস্তান্তর করেন নওগাঁ -৬ (আত্রাই -রানীনগর) এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

নওগাঁর আত্রাই উপজেলার সমস পাড়া হাট একটি ঐতিহ্যবাহী হাট ও গ্রোথ সেন্টার। গ্রোথ সেন্টারটি এলজিইডির রোড নেটওয়ার্কের আওতাধীন বগুড়া জেলার আদমদিঘী হতে নওগাঁ জেলার রানীনগর উপজেলাধীন আবাদপুকুর গ্রোথ সেন্টার হয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন সমস পাড়া গ্রোথ সেন্টার ও ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর শহরের সাথে সংযুক্ত হয়েছে।

সমসপাড়া গৌড় নদীর উপর ব্রিজটি নির্মাণ হলে নাটোর হতে আত্রাই প্রায় ৪০ কি:মি দূরত্ব কমবে। এছাড়াও ব্রিজটি নির্মাণ হলে ৩টি জেলা ও ৬টি উপজেলার গ্রোথ সেন্টার সংযুক্ত হবে সমসপাড়ার সাথে।

উবস/আরএ

সম্পর্কিত