মো:মেহেদী হাসান (আত্রাই উপজেলা প্রতিনিধি): নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া ব্রিজের ডিও তে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাইজুল ইসলাম।
মঙ্গলবার (১৪ মে) এলজিইডির চীফ ইঞ্জিনিয়ারকে তা হস্তান্তর করেন নওগাঁ -৬ (আত্রাই -রানীনগর) এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
নওগাঁর আত্রাই উপজেলার সমস পাড়া হাট একটি ঐতিহ্যবাহী হাট ও গ্রোথ সেন্টার। গ্রোথ সেন্টারটি এলজিইডির রোড নেটওয়ার্কের আওতাধীন বগুড়া জেলার আদমদিঘী হতে নওগাঁ জেলার রানীনগর উপজেলাধীন আবাদপুকুর গ্রোথ সেন্টার হয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন সমস পাড়া গ্রোথ সেন্টার ও ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর শহরের সাথে সংযুক্ত হয়েছে।
সমসপাড়া গৌড় নদীর উপর ব্রিজটি নির্মাণ হলে নাটোর হতে আত্রাই প্রায় ৪০ কি:মি দূরত্ব কমবে। এছাড়াও ব্রিজটি নির্মাণ হলে ৩টি জেলা ও ৬টি উপজেলার গ্রোথ সেন্টার সংযুক্ত হবে সমসপাড়ার সাথে।