আন্তর্জাতিক ডেস্ক : যুবকের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। এবার এক যুবককে বিয়ে করলেন ভারতের বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু।
বউয়ের সঙ্গে বিচ্ছেদ। আর তারপরেই অপর এক যুবককে বিয়ে করলেন করিধ্যার বাসিন্দা বাসুদেব। সেই বিয়ের ভিডিয়ো হল ভাইরাল। নববিবাহিত এই দুই যুবককে এখন বরণ করার জন্য অপেক্ষায় সেনপাড়ার বাসিন্দারা। চাঁদা তুলে করবেন ভোজও। সিউড়ির করিধ্যার সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। ছোট থেকেই শার্ট প্যান্ট নয় শাড়ি, চুরিদার-সহ অন্যান্য মেয়েদের জামা কাপড় পড়তে ভালোবাসতো সে।
সুত্র :জি নিউজ ইন্ডিয়া