রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

সবুজ সেবা ফাউন্ডেশনের তাল বীজ বপণ

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

আর কিছুটা পথ পাড়ি দিলেই স্বপ্ন ছুইবো আমরা।”বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো,” এই স্লোগান কে রেখে সবুজ সেবা ফাউন্ডেশনের তাল বীজ বপন করা হয়।

শুক্রবার(২৭ অক্টোবর) তিস্তা থেকে বুড়িমারী রেললাইন এর দুধারে তালবীজ বপণ চলমান ইভেন্টে আজ কাকিনা থেকে নামুরি পর্যন্ত তাল বীজ বপন করা হয়।

কালীগঞ্জ ইউনিট এর সভাপতি সাদেক হোসেনের নেতৃত্ব উপস্থিত ছিলেন সবুজ সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাইরুল ইসলাম এবং সহ-সভাপতি পরিমল বর্মণ,সহ-সভাপতি আলামিন হাসান শুভ,সাধারণ সম্পাদক ডা:রফিকুল ইসলাম,আখেরুজ্জামান আখের সাংগঠনিক সম্পাদক,নুর ইসলাম ইউনিট তত্তাবধায়ক,ও রহিম সদস্য।

প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল কবির বলেন,সকল সদস্যর পরিশ্রমে সফলতার সাথে এই মহৎ কাজ সম্পাদিত হয়েছে।আমরা স্বপ্ন দেখি কোন একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।

সম্পর্কিত