মার্চ ২৫, ২০২৩ ১০:৪৮ বিকাল



সবাই মিলে শপথ করি করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ি, এই শ্লোগানে

মাহফুজ রহমান,পত্নীতলা (নওগাঁ) পতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৫ নং মাটিন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সুরহট্টি মোল্লাপাড়া এবং সুরহট্টি ফকিরপাড়া করোনা ভাইরাস মুক্ত থাকতে সচেতনতা বৃদ্ধি ও গ্রাম জীবানু মুক্ত করতে জীবানু নাষক স্প্রে করা হয়।
এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়।সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করা হয়।

জীবানু নাশক স্প্রে করতে সহযোগিতা করেন উজ্জিবক খন্দকার বদিউল আলম বিদ্যুৎ এবং ইয়ুথ লিডার, রাজু আহম্মেদ, ইমদাদুল হক, নুর আলম, ফরহাদ, সহ অনেকে।
সার্বিক সহযোগিতা করেন
ইউসি মোঃ খোরশেদ আলম।
সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।



Comments are closed.

      আরও নিউজ