রিফাত হোসেন, নওগাঁঃ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে জীবানুনাশক স্প্রে করা হয়।
জনসাধারনের মাঝে জনসচেতনতায় পত্নীতলা উপজেলার কাশিপুর,পূর্বপাটিচরা,কেশবপুর,গাহন ,আমিনাবাদ ,রসকানাই ,পাটি আমলাই ,নাগরগোলা, মোবারকপুর, রঘুনাথপুর, দোচাই, উজিরপুর, ফাহিমপুর, পদ্ম পুকুর, নাদৌড়, বেংডোম গ্রাম সহ নজিপুর পৌরসভার আলহেরা পাড়ায় করোনা ভাইরাসমুক্ত রাখতে রাস্তা এবং দোকানের সামনে জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ একাধিক পরিবারের মানুষ চলাফেরা করে সে সকল স্থান মন্দির ও মসজিদের চারপাশে জীবানুনাশক স্প্রে করা হয়। করোনা সচেতনতায় হাত ধোয়ার নিয়ম সহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়।
জীবানুনাশক স্প্রে করতে সহযোগিতা করেন প্রতিটি গ্রামের গ্রাম উন্নয়ন দলের সদস্য, উজ্জিবক, জিজিএস সদস্য, নারীনেত্রী, ও ইয়ূথ লিডার এবং সার্বিক সহযোগিতা করেন পাটিচরা ও নজিপুর ইউনিয়নের ইউনিয়ন সমন্ময়কারী মোঃ মাসুদ রানা।