মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সনাতনীদের কল্যাণার্থে নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

বিশ্বনাথ সরকার, স্টাফ রিপোর্টার:-আজ ২৩ ফেব্রুয়ারী২০২৪ ইং তারিখে সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) নামকরন করে একটি সনাতন ধর্মালম্বীদের কল্যাণার্থে নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

লালমনিরহাট জেলার অন্তর্গত সিন্দুরমতি পুকুরপাড়ে নির্মিত রামমন্দির প্রাঙ্গনে নতুন সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় সনাতনী সমাজ।উক্ত সভায় শ্রী অভিজিৎ কুমার রায়ের সভাপতিত্বে শ্রী বিপ্লব কুমার রায়ের পবিত্র গীতা থেকে পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সনাতনীদের আলোচনা শেষে সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি-
শ্রী ব্রজেন্দ্র নাথ রায়, নির্বাহী সভাপতি- শ্রী পিযুশ কুমার রায়,সিনিয়র সহঃ সভাপতি-শ্রী নয়ন কুমার রায়,সহঃ সভাপতি-শ্রী অভিজিৎ কুমার রায়
সাঃ সম্পাদক-শ্রী বিশ্বনাথ সরকার
সাংগঠনিক সম্পাদক- শ্রী সুজন কুমার রায়
প্রধান সমন্বয়কারী-শ্রী রতন কুমার রায়,
দপ্তর সম্পাদক- শ্রী জনার্দন সরকার শুভ
সহঃ দপ্তর সম্পাদক- শ্রী তাপস কুমার রায়,
ধর্ম বিষয়ক সম্পাদক- শ্রী বিপ্লব কুমার রায়
কোষাধ্যক্ষ- শ্রী বাবলু চন্দ্র রায়,
মহিলা বিষয়ক সম্পাদিকা-
শ্রী লিপা রানী রায় ও
শ্রী রত্না রানী রায়কে সহঃ মহিলা বিষয়ক সম্পাদিকা,
মানবাধিকার বিষয়ক সম্পাদিকা- শ্রী শুক্লা সরকার, ছাত্র বিষয়ক সহঃ সম্পাদক-
শ্রী বিকাশ কুমার দেব
কার্যকরী সদস্য হিসেবে –
১.শ্রী যদু রায়
২.শ্রী মুকুল কুমার রায়কে দায়িত্বভার প্রদান করা হয়।

এ বিষয়ে সংগঠনটির নব নির্বাচিত সভাপতি ব্রজেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গের সংবাদদাতাকে বলেন, আমরা সবে মাত্র আংশিক কমিটি তৈরী করেছি । অতি দ্রুতই পরিচিতি সভার মধ্য দিয়ে আমাদের পুর্ণাঙ্গ কমিটি তৈরী করে সাংগঠনিক কার্যক্রম শুরু করবো। অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আশির্বাদ কামনা করছি এবং সংগঠনটির সাধারন সম্পাদক বিশ্বনাথ সরকার বলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও হিন্দুদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন আঙ্গিকে সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) সংগঠনটি হিন্দুদের উন্নয়নে কাজ করতে অগ্রগণ্য ভুমিকা পালন করবে।

সম্পর্কিত