রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ৩ জন নিহত

মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ৩ জন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বামিহাল – দুর্গাপুর সড়কে দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেনঃ-হোসনেয়ারা (৪০), স্বামী- আব্দুস সাত্তার, সাং- বনকুড়াইল (ভবানীপাড়া), মোঃ ইমরান হোসেন (১৯) , পিতা- অসিম, সাং- বনকুড়াইল, রাব্বি হাসান (১৪), পিতা- অসিম সাং- বনকুড়াইল সবাই উপজেলার সুকাশ ইউনিয়ন এর বনকুড়াইল গ্রামের বাসিন্দা।

নিহত ইমরান ও রাব্বি দুই ভাই। অপর ১ জন আহত কে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টার পর বনকুড়াইল থেকে ভিজিএফ এর চাল উত্তোলনের জন্য অটোভ্যান নিয়ে যাত্রী সহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক অটোভ্যান কে পিষ্ট করে এসময় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।

সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক চালক, হেলপার সহ ট্টাকটি আটক করা হয়েছে।

সম্পর্কিত