শাহিনুল ইসলাম লিটন:
আজ বিকেল তিন ৩ ঘটিকায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম এর হল রুমে আগামী নভেম্বর এক( ১) ও দুই (২) তারিখের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব উদযাপন উপলক্ষে সন্মানীয় অতিথির শুভাগমনে সংগীতাঞ্জলি অনুষ্টান অনুষ্টিত হয়।উক্ত অনুষ্টানে সংগীত পরিবেশন করেন ভাওয়াইয়া একাডেমির পরিচালক সহ অত্র একাডেমির শিক্ষার্থীবূন্দ।