বিশ্বনাথ সরকার,স্টাফ রিপোর্টারঃ-
কুড়িগ্রামে ফুলবাড়ীতে এক অসহায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সংখ্যালঘু পরিবারটি গত ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ মঙ্গলবার ফুলবাড়ী প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায় ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ”লক্ষীকান্ত রায় এর ছেলে ”বীরেন্দ্রনাথ রায় তাহার নিজ নামে ২৮ শতাংশ জমি ক্রয় করে দখল ভোগ করে আসিতেছে। যাহার খারিজ খতিয়ান নং ৯৯০ ও ৯৮৯ দাগ নং ৪১৬৬ জে এল নং ১৬ মৌজা যোতইন্দ্রনারায়ণ এই তপশীল বর্ণিত সম্পতি রাস্তা সংলগ্ন হওয়ায় বাড়ি করার জন্য মাটি ভরাট করে তপশীল বর্ণিত জমিতে রাস্তা সংলগ্ন একটি গোডাউন ঘর উত্তোলন করে । এই তপশীল বর্ণিত জমি ক্রয়ের পর থেকে ( ১) মো হাবিবুর রহমার পিতা মৃত ফরিয়া মামুদ( ২) মো গোলজার হোসেন পিতা মৃত ফরিদ মামুদ (৩) মো মুজিবর রহমার পিতা মৃত আবুল কাদের সর্ব সাং যোতইন্দ্র নারায়ন (৪) ইকবাল হোসেন পিতা মৃত আবুল হোসেন (৫) মো: আনোয়ার হোসেন পিতা মৃত কিছমত আলী ( ৬) মো : রিপন মিয়া পিতা মৃত আবুল হোসেন (৭) রহিমুল ইসলাম পিতা মৃত আবুল হোসেন ( ৮) মো: ফরহাদ হোসেন পিতা মৃত ফজলু হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জন সাং জোতকৃষ্ণ হরি সকলের থানা ফুলবাড়ী জেলা কুড়িগ্রামগণ উক্ত জমি জোরপূর্বক দখল করে।
এ বিষয়ে বিরেন্দ্রনাথ রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরও এই শক্তিশালী কুচক্রী মহলটি রাতের আঁধারে জমি দখল করে জমির উপর একটি ঘর স্থাপনা নির্মাণ করে এবং সংখ্যালঘু পরিবারটি কে প্রকাশ্যে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুঁমকি প্রর্দশন করে আসতেছে। বর্তমানে সংখ্যালঘু পরিবারটি অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছে না।
এ বিষয়ে ফুলবাড়ী অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান মামলার কপি কোর্টে পাঠানো হয়েছে এবং আসামী ধরার প্রক্রিয়া চলমান কোর্টের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।