মার্চ ২৪, ২০২৩ ১২:৪৮ সকাল



শ্রীপুর বাজার বনিক সমিতির উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো

৩০/০৩/২০২০

উজ্জ্বল হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি
মহামারী নভেল করোনা প্রতিরোধে তাহিরপুরের উত্তর শ্রীপুর বাজার বনিক সমিতি উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়।
নিজের বাড়ি, নিজের পাড়া,নিজের হাট বাজার নিজেই সুরক্ষিত রাখি। এই শ্লোগানকে সামনে রেখে শ্রীপুর বাজারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করা হয়।
আজ (৩০ মার্চ) সোমবার বিকেলে শ্রীপুর বাজারের বনিক সমিতির সভাপতি,সাধারন সম্পাদকসহ সদস্যরা এ কর্মসূচি পালন করেন। শ্রীপুর বাজারের প্রত্যেকটি দোকানে ও ড্রেনে জীবানুনাশক স্প্রে করেন এবং হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করে রাখেন ।

শ্রীপুর বাজারের বনিক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন-আমরা চাই এই কর্মসূচি সারা উপজেলায় ছড়িয়ে পড়ুক।সবার সাধ্যমতো নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ কাজে উৎসাহ ও সহযোগীতা প্রদান করে বলেন, আমি এ সকল উদ্যোগে সব ধরণের সহযোগীতার জন্য সবসময়ই প্রস্তত।



Comments are closed.

      আরও নিউজ