শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

 

মোঃ সুমন প্রাং :
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মো. আব্দুল মতিন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন (৬০) ওই গ্রামেরই কছিম উদ্দিনের ছেলে। সে গরু কেনাবেচার ব্যবসা করতো। তাছাড়া স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, সকালে কৃষি শ্রমিকেরা ধান কাটার জন্য ক্ষেতে যাওয়ার সময় ক্ষেতের পাশের্^ তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁেজ বের করতে তদন্ত চলছে।

সম্পর্কিত