শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শীতের কান্না কেউ শুনে না

আব্দুর রাজ্জাক শাওন

শীতকাল এলোরে
কী এখন হবে আমাদের
এই শহরে থাকার কোনো
ঠাঁই নাই আমাদের।

ফুটপাতে থাকি আমরা
নাই ঘরের কোনো দরজা
কী ভাবে কাটাবো
শীতের ঐ দিন গুলা।

কুয়াশা কালো আঁধারে
চেয়েগেছে আমাদের
থাকবো কী করে ফুটপাতে কিনারে
আঁধারে সময় মনে খুব ভয় হয়
শীতের রাতে বরফ জমে পানি হয়
প্রহর গুনে হয়না শেষ
মনে হয় কতকাল চলেগেল
সকাল হল না।

কুয়াশার আঁধার
কারো জন্য আনন্দের
আমাদের জন্য বেঁচে
থাকার লড়াই
এই রুপকথার শেষ কোথায়?

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত