মার্চ ২৩, ২০২৩ ১১:৫৬ বিকাল



শীতার্তদের পাশে RIIT রোভার স্কাউট গ্রুপ

জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে, ঢাকাস্থ আন নাদিল ইমদাদি আল ইসলামি এর সার্বিক সহযোগিতায় চিলমারীতে অসহায় মানুষদের মধ্যে গতকাল শীত বস্ত্র বিতরন করা হয়।

এর আগে ১৯ ডিসেম্বর আর.আই.আই.টি রোভার সদস্যরা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে বাঁধের মোড় এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক সার্ভের মাধ্যমে ১৭০ টি পরিবারের মাঝে টোকেন বিতরণ করেন। পরে আজ ২০ ডিসেম্বর বেলা ২ ঘটিকায় রমনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আন নাদিল ইমদাদি আল ইসলামি এর সভাপতি আরিফুর রহমান, রমনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেদ হোসেন, সমতট ওপেন স্কাউট গ্রুপের মাসুদ হোসেন ও আহসান হাবীব। আরো ছিলেন, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি এর সিনিয়র রোভার মেট মো.আবু হাসনাত, রোভার মেট সাইফুর রহমান, রোভার মেট ইয়াছির আরাফাত, রোভার মেট নাঈম বাবু, রোভার শুভ ব্যানার্জি, রোভার রিফাদুল হাসান, রোভার দ্বীপক কুমার রায়, রোভার ইয়াসিন আলী ও রোভার আব্দুর রাজ্জাক।

আন নাদিল এর সভাপতি আরিফুর রহমান বলেন, “আমরা দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য সহায়তা প্রদান করি। আমরা আপনাদের দোয়া প্রত্যাশা করছি যেন এভাবে মানুষের সহযোগিতা করতে পারি। ”

সিনিয়র রোভার মেট মোঃ আবু হাসনাত বলেন, “রোভার স্কাউট এর মটো হলো সেবা, আর আমরা সেবার ব্রত নিয়ে উত্তরের জেলা কুড়িগ্রামের নদী বেষ্টিত উপজেলা চিলমারীতে এসেছি। এখানে নিজে হাতে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আন নাদিল ইমদাদি আল ইসলামিকে তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য”



Comments are closed.

      আরও নিউজ